• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

কচুয়া থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

আপডেটঃ : সোমবার, ৮ মার্চ, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কচুয়া থানার আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে। রবিবার কচুয়া থানা সংলগ্ন এ আনন্দ উদযাপন অনুষ্ঠানে কেক কেটে প্রধান অতিথি হিসেবে আনন্দ উদযাপন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌসী স্নিগ্ধা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া,কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,উপজেলা মুক্তিযুদ্ধের সংসদের কমান্ডার আব্দুল মবিন,সাবেক যুদ্ধকালীন উপজেলা কমান্ডার আব্দুর রশিদ পাঠান,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রান ধন দে,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,উপজেলা মহিলা মহিলা লীগের সভানেত্রী সালমা সহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিশাল কেক কাটা হয় এবং শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিক,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…