• সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় অর্থ দন্ড 

আপডেটঃ : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিফলন বিষয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, আচরণবিধি অমান্য করায়, অর্থ প্রদান করা হয়েছে
১৪ ফেব্রুয়া‌রী ২০২১, রোববার চাঁদপুর
জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ ম‌হোদ‌য়ের নি‌র্দেশনায় এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অ‌ফিসার শিরীন আক্তারের তত্ত্বাবধা‌নে শাহরা‌স্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষ‌য়ে মোবাইল কোর্ট পরিচালনা ক‌রেন এ‌ক্সিকিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ উজ্জ্বল হো‌সেন।
মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ৯‌টি মামলায় ৪,১০০/( চার হাজার একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হ‌য়ে‌ছে এবং অাচরণ বি‌ধি স‌ঠিকভা‌বে মে‌নে চলার জন‌্য সকল‌কে স‌চেতন করা হ‌য়ে‌ছে।
শাহরা‌স্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট প‌রিচালনা অব‌্যাহত থাক‌বে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…