• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭৪ জনের মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেটঃ : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭৪ জন প্রার্থীর মধ্যে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো.শাহজালালের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন। রোববার মনোনয়নপত্র বাছাইকালে তিনি ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

শাহজালাল একজন ব্যাংক গ্রাহকের ঋণের জিম্মাদার ছিলেন। তিনি ঋণ খেলাপী হওয়ায় জিম্মাদার হিসেবে শাহজালালের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার। এদিন নৌকার প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চুর মনোনয়নপত্র বৈধ হয়।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী এবং ১২টি ওয়ার্ডের ৫৭ জনের মধ্য ৫৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়পত্র বৈধ হয়। এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, পৌরসভার সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…