• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব হস্তান্তর

আপডেটঃ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

বিশেষ প্রতিনিধি :
হাজীগঞ্জ প্রেসক্লাবের চার সভাপতির প্রথম সভাপতি মোঃ কামাল হোসেনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পরবর্তী সভাপতি খালেকুজ্জামান শামীম এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই সময় বিদায়ী সভাপতি মোঃ কামাল হোসেনকে সংবর্ধনা ও নবাগত সভাপতিকে সংবর্ধনা দিয়ে বরণ করেন কমিটির নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য জাকির মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, চতুর্থ মেয়াদের সভাপতি গাজী সালাউদ্দিন, পরবর্তী মেয়াদের সভাপতি মহিনউদ্দিন আল আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর আহম্মেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, কার্যকরী সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দায়িত্ব হস্তান্তর কালে বক্তারা বলেন, হাজিগঞ্জ প্রেসক্লাবের চলমান পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কাঠামো বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান নবাগত সভাপতি খালেকুজ্জামান শামীম। ওইসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…