ইমতিয়াজ সিদ্দিকী তোহা
চাঁদপুরের শাহরাস্তিতে এ্যাম্বুলেন্স চালক মো. রফিকুল ইসলামের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানাযায়, রবিবার (৩০ আগস্ট)রাত ৯.৩০ মিনিটের সময় স্থানীয় এলাকাবাসীদের সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের(শাহরাস্তি পৌরসভার ২নং ওয়ার্ডের ) উত্তর পাশে বাদিয়া গ্রামের একটি ডোবার পানিতে ভাসমান থাকা ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে শাহরাস্তি থানা পুলিশ।
রফিকুল ইসলাম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাদিয়া এলাকার ডাক বাংলো বাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে।তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চাঁদপুর সদরের (মাতৃমঙ্গল হাসপাতাল) এর এ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত।তার স্ত্রী, ১ কন্যা ও ৪ পুত্র সন্তান রয়েছে।