স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৫ই আগষ্টের জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে স্বাস্থ্যবিধি মেনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০শে আগষ্ট রবিবার বিকাল ৪ টায় শহরের একটি পার্টি সেন্টারে এ অনুষ্ঠান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। তারা মূহুর্তের সংবাদ মূহুর্তে পরিবেশন করে। এতে করে সংবাদ এখন অতি অল্প সময়ে পাওয়া যায়।তিনি আরো বলেন, অনেক সময় অনলাইন গণমাধ্যমসহ বেশ কিছু মাধ্যমেই কিছু রিপোর্ট পাবলিশ করা হয়। যেখানে আত্ম পক্ষের সমর্থন থাকে না। দয়া করে কারো বিরুদ্ধে অনিয়ম,দুর্ণীতির সংবাদ প্রকাশ করলেও অন্তত পক্ষে আত্ম পক্ষের সমর্থণে কিছু বলার সুযোগ দিবেন। কেননা সবারই কিছু বলার থাকতে পারে। এ সময় তিনি জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। সেই সাথে চাঁদপুর জেলা অনলাইন রিপোর্টাস ক্লাবের উত্তোরোত্তর সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীতে সমাজের রূপ রেখা প্রকাশ পায়। তাই আপনারা সত্য কে সত্য এবং মিথ্যা কে মিথ্যা বলে প্রকাশ করেন বলেই আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল।তিনি আরো বলেন,অনিয়ম বা দূর্ণীতির সংবাদে অবশ্যই আত্ম পক্ষের সমর্থণের সুযোগ দিবেন। আমি জাতির পিতা মহামানব বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধজ্ঞাপন করছি। সেই সাথে চাঁদপুর অনলাইন রিপোর্টাস ক্লাবের উত্তোরোত্তর সফলতা কামনা করছি। বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাব চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ শরিফ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সাবেক ছাত্রনেতা অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী। এ ছাড়াও সংগঠনের নানা বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি শ্যামল সরকার,গিয়াস উদ্দিন রানা,সাংগনিক সম্পাদক মহসীন আলম,সহ-প্রচার সম্পাদক রাফিউ হাসান,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন দাস প্রমুখ।পরে দোয়া,মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সুধীমহল উপস্থিত ছিলেন।