• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

শাহজাহান শিশিরকে পূর্নবহালের দাবিতে কচুয়া ছাত্রলীগের মানববন্ধন

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

কচুয়া: কচুয়ায় সাময়িক বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পদ বহালের দাবিতে পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের মানববন্ধন।

কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় সদ্য সাময়িক বরখাস্ত হওয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পদ পূর্নবহালের দাবি এবং উপ-সহকারী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো মানববন্ধন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বড়দৈল গ্রামে অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট ভবনের নির্মান কাজে অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি চাঁদপুর শিক্ষা উপ-প্রকৌশলী নুরে আলমকে প্রত্যাহার এবং কাজে অনিয়মের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আবু আক্কাস মজুমদার,আওয়ামী লীগ নেতা বিণয় চন্দ্র দাস,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মেম্বার,ছাত্রলীগ নেতা সাইফ চৌধুরী রুবেল, ইব্রাহিম খলিল,সাইফুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…