• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭ লাশ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৪ ‘অপারেশন ডেভিল হান্ট’ আরো কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে ৩ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে ৩ বছরের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সৌদি ও বাংলাদেশে রোজা শুরু কবে, যা জানা গেল সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে সরকার বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক দিলদারের প্রেমকাহিনী ভিত্তিক গল্পগুচ্ছ বই ৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ‘ডেভিল’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র ২ সদস্য গ্রেফতার

আপডেটঃ : রবিবার, ১৯ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শনিবার ভোরে দিনাজপুর কোতোয়ালিতে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আলী আকাশ (৩৬) ও মো. শাহাবুল ইসলাম সাজু (৪০)।

শনিবার সন্ধ্যায় অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘আল্লাহর দলে’র সদস্যরা নাশকতার উদ্দেশ্যে দিনাজপুরের কোতায়ালী পৌরসভার পুলহাট কসবার সেন্ট ফিলিপস হাইস্কুলের পূর্ব দিকে আব্দুর রহমানের বাড়িতে একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলী আকাশ জঙ্গি সংগঠনটির বিভাগীয় নায়ক হিসেবে গাজীপুর ও নরসিংদীর এবং শাহাবুল সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে দিনাজপুর জেলায় দায়িত্ব পালন করে আসছিলেন।

অ্যান্টি টেররিজম ইউনিট জানায়, গ্রেফতার দুজনের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থী কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দিনাজপুরে মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…