• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

কচুয়া তেগুরিয়া-বাইছারা সড়কটি যেনো মরন ফাঁদ ॥ ভোগান্তি চরমে !

আপডেটঃ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ছবি: কচুয়ার তেগুরিয়া-চাংপুর শিমুলতলী-বিতারা ভায়া বাইছারা সড়কের বেহাল দশা। চাংপুর দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ীর সামনে থেকে তোলা ছবি।

 

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া-বিতারা-বাইছারা প্রায় ৬ কি.মি সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলে ভোগান্তি চরমে পৌছেছে। বর্ষার বৃষ্টির পানি সড়কের বিভিন্ন স্থানে জমে খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভূক্তভোগী যাত্রীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় চার বছর পূর্বে সড়কটি সংস্কার করা হলেও বর্তমানে সড়কটিতে বৃষ্টির পানি ঝমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভূক্তভোগী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় অধিবাসী কাউছার আলম রুবেল জানান, এ অঞ্চলের ২০ গ্রামের হাজারো মানুষের চলাচলের ভরসা, এ সড়ক ছাড়া বিকল্প কোন সড়ক নেই। সাধারন ব্যবসায়ীরা পণ্য আমদানী করতে, বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও বাজারে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে রাস্তাটি সংস্কার করা হলেও ঠিকাদার নিন্মমানের কাজ করায় ক’বছর যেতে না যেতেই বেহাল দশায় পরিনত হয়।
বর্তমানে সড়কটির বেহাল দশা হওয়ার কারণে দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন ্এলাকাবাসী ।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মো. জাকির হোসেন বলেন, তেগুরিয়া-বিতারা-বাইছারা সড়কের সংস্কার কাজের জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…