• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

হাজীগঞ্জে সংবাদিক সিফাতসহ আরো চারজনের করোনা পজেটিভ

আপডেটঃ : শনিবার, ৬ জুন, ২০২০

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জে নতুন করে আরো চারজন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার প্রকাশিত রিপোর্টে স্থানীয় সংবাদকর্মী সাইফুল ইসলাম সিফাতসহ চারজনের করোনা পজেটিভ আসে।

এর আগে ৭জন করোনা পরীক্ষায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নমুনা জমা দেন। আজ প্রকাশিত রিপোর্টে ৭জনের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এ নিয়ে হাজীগঞ্জে মোট ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন মারা গেছেন, ৫ জন সুস্থ হয়, ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন নিজ বাড়ীতে চিকিৎসকের পরামর্শ ঔষুধ সেবনসহ প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসাধীন ১৩ জনের মধ্য একাধীক ব্যক্তির ২য় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারা পর্যবেক্ষনে রয়েছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলে তাদেরকে করোনা মুক্ত ঘোষণা করা হবে।

এদিকে সহকর্মী সাইফুল ইসলাম সিফাতের আশু রোগমুক্তি কামনায় সর্বস্তরের জনসাধারনের কাছে দোয়া কামনা করেছেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ে কর্মরত সকল সংবাদকর্মীরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…