• শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

কচুয়ার গরীবের ডা. পরিপদ দে পলাশ অসুস্থ ॥ সকলের আশীর্বাদ কামনা

আপডেটঃ : বুধবার, ৩ জুন, ২০২০

কচুয়া: আগুনে জ্বলসে যাওয়া আহত ডা. হরিপদ দে পলাশ।

 

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর কেয়ার প্যাথলজি এ্যাণ্ড ডক্টরস্ চেম্বারের ল্যাব ইনচার্জ ও স্থানীয় ভাবে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. হরিপদ দে পলাশ গুরুতর অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৪ই মে তাঁর ল্যাবে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তাঁর দুই পা জ¦লসে যায়। প্রথমে তাকে কেয়ার প্যাথলজি এ্যাণ্ড ডক্টরস্ চেম্বারে চিকিৎসা করানো হলে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত ৩১মে কুমিল্লা মেডিকমপ্লেক্সের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। পায়ের জ¦লসে যাওয়া স্থানে প্লাষ্টিক সার্জারি করা হয় ।
ডা. হরিপদ দে পলাশের সুস্থতার জন্য সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…