• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে রাস্তা বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা !! বসত বাড়িতে হামলার অভিযোগ

আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ পৌরসভায় ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ইটের দেয়াল নির্মান করে গনমানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে অস্রধারী একদল সন্ত্রাসাী। শুধৃ তাই নয়, নিজের বসত বাড়ির রান্না ঘরটিও তুলে নিয়ে চলাচলের রাস্তায় মাঝপথে বসিয়ে দেয়ায় মানুষের চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও ওই সন্ত্রাসীরা দিনে রাস্তা বন্ধ করে রাতে হতদরিদ্রের বসত ঘরে হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ফরিদগঞ্জ পৌর সভার পূর্ব বড়ালী গ্রামের মৃত শাহাজার গাজীর ছেলে আনোয়ার গাজীর বসত বাড়িতে।
এ ঘটনার সংবাদ শুনে ফরিদগঞ্জের পৌর মেয়র মাহফুজুল হক মঙ্গলবার দুপুরে ন্যাক্কারজনক উক্ত ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান। এ ছাড়া উক্ত ঘটনাটির বিষয়ে মেয়র মাহফুজুল হক এলাকার এমপি মহোদয় শফিকুর রহমানকে অবগত করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, আনোয়ারের বাড়ীর সকল বাসিন্দাদের চলা-চলের জন্য একটি রাস্তা নির্মানকে কেন্দ্র করে বাড়ীর সকল বাসিন্দারা একজোট হয়ে রাস্তা নির্মানের চেষ্টা করলে মাসুদ ও তার ছোট ভাই জহির মিলে প্রথমে বাধা দেয়। পরে এ বিষয়ে সুরাহা পেতে প্রথমে বাড়ির লোকদের সম্মতিতে সকলে চলাচলের স্বার্থে আনোয়ারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়। পরবর্তিতে বাড়ীর দুই পক্ষের মতামতের ভিত্তিতে সমজোতার জন্য সালিশী বৈঠকের দিনক্ষন ঠিক করা হয়। কিন্তু সমজোতা এই বৈঠকের আগেই জহির ও মাসুদ মিলে সোমবার দিন ব্যাপি ভাড়াটে সন্ত্রসী এনে উক্ত রাস্তার উপর নতুন দেয়াল নির্মান করে।
থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা রাতের আধাঁরে আনোয়ারের বসত ঘরের ভিতরে ঢুকিয়া তার ব্যবসার কাজে ঘরে রক্ষিত নগদ ৮০ হাজার টাকা, ও স্বর্নালংকার প্রায় দেড় ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ সময় সন্ত্র্নীরা আনোয়ারের বসত ঘরের বেড়া টিন এলোপাতাড়ি কুপিয়ে ক্ষত বিক্ষত করে যায়। এর আগে এক পর্যায়ে ঘরের ভেতরে ঢুকে আনোয়ারকে তুলে নিতে চেষ্টা করলে ডাকচিৎকার শুনে এলাকাবাসী দৌড়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
উক্ত ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে মাসুদ গাজী ও তারই ভাই মার্কেন্টাইল ব্যাংকে চাকুরীজীবি জহির গাজী সহ ৪ জনের নাম উল্লেখ করে অঙ্গাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ফরিদগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে মাসুদ গাজী ও জহির গাজী এ প্রতিনিধেকে বলেন, আমাদের ফাঁসাতে আনোয়ারের বসত ঘরে রাতে হামলা ঘটনাটি সম্পূর্ন তাদের সাজানো নাটক মাত্র। আমাদের জায়গা দিয়ে চলাচলের রাস্তা নিতে হলোতো তারা আমাদের সাথে সমজোতা করেই নিতে হবে । কিন্তু তা না করে তারা বাড়ির লোকজন মিলেমিশে আমাদের জায়গায় থাকা টিনের ভেড়া ভেংগে চলাচলের রাস্তা বের করেছে।
তবে এ নিয়ে একাধিক সুত্র জানায়, ব্যাংকার জহিরের সহযোগিতায় সরকারী দলের প্রভাবশালী এক নেতার পরোক্ষ ইন্ধনে একদল অস্রধারী সন্ত্রাসী গত সোমবার উক্ত ঘটনা নিয়ে পূর্বে বড়ালী গ্রামের আনোয়ারের বাড়িতে দিনব্যাপী এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। যা দেখে গ্রামবাসী দীর্ঘক্ষন আতংকে থাকতে বাধ্য হয়েছে।
এ নিয়ে পৌর মেয়র মাহফুজুল হক ও স্থানীয় ওয়ার্ড কমিশনার আবদুল মান্নান পরান ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর এলাকার বাহিরে থেকে সন্ত্রাসী ভাড়ায় এনে যে সকল অস্রধারী সন্ত্রাসীরা মানুষের চলাচলে রাস্তা বন্ধ করে দিয়েছে। অবিলম্বে ওইসব সন্ত্রাসীদের বিচার দাবি করেছে এ দুই জনপ্রতিনিধি


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…