• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

করোনায় হাজীগঞ্জের কৃতি সন্তান পুলিশ পরিদর্শকের মৃত্যু

আপডেটঃ : রবিবার, ২৪ মে, ২০২০

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন, হাজীগঞ্জের কৃতি সন্তান পুলিশের পরিদর্শক রাজু আহমেদ (নাসির পাটোয়ারী। রবিবার সকাল সাড়ে ১০ টায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাজু আহমেদ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের কৃতি সন্তান। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, গত ২ মে রাজু আহমেদ অসুস্থ হয়ে পড়েন। পরদিন নমুনা টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ৪ মে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় ।

ওই দিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। এতদিন তিনি আইসিইউতে ছিলেন। অবশেষে রবিবার সকালে তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

এ দিকে রাজু আহম্মেদের মৃত্যুতে তার গ্রামের বাড়ী হাজীগঞ্জের রাজারগাঁও এবং বর্তমান ঠিকানা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…