• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

শাহরাস্তিতে বাজার ম‌নিট‌রিং ‌মোবাইল কো‌র্টে ২৮ জন‌কে অর্থদন্ড

আপডেটঃ : মঙ্গলবার, ১২ মে, ২০২০

 

ইমতিয়াজ সিদ্দিকী তোহাঃ

চাঁদপুরের শাহরাস্তিতে আজ মঙ্গলবার১২ মে ২০২০, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, এর তত্ত্বাবধানে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসমাগম রোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এ সময় নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো: উজ্জ্বল হোসেন দিনব্যা‌পি বাজার ম‌নিট‌রিং করেন এবং বি‌ভিন্ন এলাকায় ‌মোবাইল কো‌র্টের মাধ্য‌মে ২৮ জন‌ লোককে জরিমানা করেন ।

শাহরা‌স্তি থানার পু‌লিশ ফোর্স মোবাইল কো‌র্টে সহায়তা ক‌রেন।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানাযায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…