• মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

হাজীগঞ্জ সদর ইউনিয়নে ইউসুফ প্রধানীয়া সুমনের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

আপডেটঃ : শনিবার, ৯ মে, ২০২০

 

মুনছুর আহমেদ বিপ্লবঃ

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন এর নেতৃত্বে বাড্ডা গ্রামের অসহায় কৃষকের ধান কেটে দিলেন।

শনিবার (৯ মে) করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে বাড্ডা গ্রামের অসহায় দুই কৃষকের ৩৬ শতক জমির ধান কেটে দিয়ে সহযোগীতা করলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন এর নেতৃতে যুবলীগের নেতাকর্মীরা।

এসময় ধান কাটায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শাহাজালাল সর্দার দীপু, সহ-সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ২নং ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিনউদ্দিন পাটওয়ারী, সহ-সভাপতি মোঃ স্বপন বেপারী, মোঃ পেয়ার আহমেদ পাটওয়ারী, মোঃ হ্্রদয় পাটওয়ারী, মোঃ রাকিব পাটওয়ারী, মোঃ হাসান পাটওয়ারী, মোঃ সাকিব পাটওয়ারী সহ অনান্য যুবলীগের নেতৃবৃন্দ।

অসহায় দুই কৃষক বলেন, আমাদের জমির ধান পেকেছে কিন্তু শ্রমিক না পাওয়াতে ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। যুবলীগের নেতারা ধান কেটে দেওয়াতে আমাদের খুব উপকার হয়েছে।

এই ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উওম এমপি মহোদয়ের আহ্বানে এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল এর নির্দেশে স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছি। তাছাড়া করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে অনেক কৃষকদের ধান তলিয়ে গেছে। একথা ভেবে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। যতদিন করোনার প্রভাবে শ্রমিক সংকট থাকবে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…