মুনছুর আহমেদ বিপ্লবঃ
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ আহমেদ এর নেতৃত্বে আহম্মদপুর গ্রামের অসহায় কৃষকের ধান কেটে দিলেন।
মঙ্গলবার (৫ মে) করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে আহম্মদপুর গ্রামের অসহায় কৃষক আব্দুর রব এর ৩০ শতক জমির ধান কেটে দিয়ে সহযোগীতা করলেন ছাত্রলীগের সভাপতি ফিরোজ আহমেদ এর নেতৃতে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ধান কাটায় উপস্থিত ছিলেন মামুন হোসেন, সুলতান মাহমুদ, ছায়েদ তালুকদার ,জসিম হোসেন, মোঃ রিপাত, মোঃ অনিক, মোঃ সজিব, মোঃ কিরন, মাহফুজ হোসেন, মোশাররফ হোসেন সহ অনান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কৃষক আব্দুর রব বলেন,আমার জমির ধান পেকেছে কিন্তু শ্রমিক না পাওয়াতে ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতারা ধান কেটে দেওয়াতে আমার খুব উপকার হয়েছে।
এই ব্যাপারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন এর নির্দেশে এবং করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে অনেক কৃষকদের ধান তলিয়ে গেছে। একথা ভেবে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। যতদিন করোনার প্রভাবে শ্রমিক সংকট থাকবে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।