• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তির মাত্র দেড় ঘন্টায় মারা গেলো গৃহবধু !

আপডেটঃ : শনিবার, ২ মে, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

 

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দেড় ঘন্টার মাথায় মারা গেলো ফাতেমা (৪০) নামের এক গৃহবধূ। শুক্রবার (পহেলা মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার জাহাঙ্গীরের স্ত্রী।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, এই রোগী শুক্রবার রাত ৮টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। তখনি কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখেন। তাই তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দেন।

 

ভর্তির মাত্র দেড় ঘন্টার মাথায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন,করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে।তাই মৃত মহিলা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সেটি রিপোর্ট আসলে জানা যাবে।তবে তার মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান ছিলো।এদিকে এ ঘটনায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…