• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেটঃ : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্য নিয়ে “শেখ রাসেল দিবস ২০২১” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক, বিভিন্ন কর্মসূচির আয়োজনে চাঁদপুরের শাহরাস্তিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শাহরাস্তি- হাজিগঞ্জ নির্বাচনী এলাকার চাঁদপুর- ৫, সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা নির্বাহী  অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় শেখ রাসেলের জন্মবার্ষিকীতে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী।  মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমজাদ হোসেন, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া, এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, টামটা উঃ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে বিভিন্ন ইভেন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…