• বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

শাহরাস্তির ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন

আপডেটঃ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তির ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন শাহরাস্তি- হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য,মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার খাজা মইনুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রব, ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদ হসেনসহ শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এবং একযোগে ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর ও শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উক্ত অনুষ্ঠানে স্ব,স্ব ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…