• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

ফরিদগঞ্জে ইয়াবাসহ চিল মিজানকে চুঁ-মেরেছে পুলিশ

আপডেটঃ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমান (৪২) প্রকাশে চিল মিজানকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আনোয়ার হোসেন নের্তৃত্বে সহকারি উপপুলিশ পরিদর্শক (এ.এস.আই) গোলাম মহিউদ্দিনসহ পুলিশের একটি দল ৪ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় উত্তর হাঁসা গ্রামে অভিযান পরিচালনাকরে আটক করে। আটককৃত মিজানুর রহমান উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের গাজী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানিয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে আগেরও ১৫টি মাদকের মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন মাদক ব্যবসায়ী মিজানুর রহমান প্রকাশে চিল মিজানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবীরা দেশ ও জাতির শত্রু। এ থানার কয়েকজন চৌকস অফিসারদের নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি,আশা করছি এই যুদ্ধে আমরা জয়ী হবোই। ফরিদগঞ্জকে মাদকমুক্ত করে গড়ে তুলবোই।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…