• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

কচুয়ার গুলবাহার আজওয়া শপিং সুপার শপে’র বণার্ঢ্য উদ্বোধন

আপডেটঃ : শনিবার, ২ অক্টোবর, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া উপজেলার গুলবাহার বাজারে চৌধুরী কমপ্লেক্সে নিত্য প্রয়োজনীয় মালামাল হাতের কাছে মাছ,মাংশ ও শিশুদের খেলনা,পোশাক সমাহারসহ অত্যাধুনিক সেবা দানের লক্ষে ‘আওয়াজ শপিং সুপার শপে’র বণার্ঢ্য উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ শপিং সুপার শপে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো.ফয়সাল চৌধুরী জীবন। এসময় উপস্থিত ছিলেন, ‘আওয়াজ শপিং সুপার শপে’র স্বত্বাধিকারী মো.নুরে-ই-আলম রিহাত,পরিচালক মো.মনির হোসেন খান কাঞ্চন,গুলবাহার স্কুল এন্ড কলেজের সি.শিক্ষক আনিছুর রহমান সেলিম,সাচার ইউপি সচিব জসিম উদ্দিন মজুমদার,গুলবাহার ছলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদের সভাপতি মো.আনিছুর রহমান চৌধুরী,উপজেলা শ্রমিক শীগের সি.সহ-সভাপতি মো.মুক্তার খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো.হামিদ খান,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো.রফিকুল ইসলাম রনি, রাসেল হোসেন সিপাত,ছাত্রলীগ নেতা শাহপরান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসার সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,কচুয়া মডেল মসজিদের প্রেস ইমাম মাও.গোলাম কিবরিয়া। এসময় গুলবাহার বাজারের ব্যবসায়ী,ক্রেতাসহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…