গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে প্রস্তাবিত কারিগরি স্কুল এন্ড কলেজের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য সোমবার (২৭সেপ্টেম্বর) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার ৫টি প্রস্তবিত স্থান পরিদর্শন করেছেন, কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহ্মুদ জামান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আক্কাছ আলী। এ উপজেলায় প্রস্তাবিত পাঁচটি স্থান গুলো হলো উপজেলার উত্তরাঞ্চলের চান্দ্রা, পৌরসভার কেরোয়ায় ২ টি স্থান, চতুরা এলাকায় একটি স্থান এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অনতি দূরে বেলতলা এলাকার পরির্দশন করেন। এসময় তাঁরা বেলতলা এলাকার স্থানটিকে শিক্ষা বান্ধব ও মনোরম পরিবেশ উপযুক্ত বলে মন্তব্য গণমাধ্যম কর্মীদের কাছে মন্তব্য করেন। শিক্ষা বান্ধব সরকারের উন্নয়নের স্বার্থে স্বল্প মূল্যে সম্পত্তি দেওয়ারপক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বলেন, দেশে কারিগরি শিক্ষা অর্জনের স্বার্থে আমরা শুধু মাত্র মৌজা মূল্যে সম্পতি দিতে একমত পোষণ করেছি। এতে সরকারের অর্থের সাশ্রয় ও শিক্ষাবান্ধর প্ররিবেশে কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের জনগোষ্ঠির শিক্ষা ও জীবন মানের উন্নয়ণে সহায়ক ভূমিকা রাখবে। এ সম্পত্তিটি নির্বাচন করা হলে সরকারের একোয়ার বা অর্থের বাড়তি অর্থের সাশ্রয় হবে বলে আমরা মনে করছি। সমাজ সেবক হাজী কামরুল হাসান সাউদ বলেন, আমাদের এ উপজেলাটিতে দরিদ্রতার পাশাপাশি শিক্ষার দিকদিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। উপজেলার মধ্যবর্তি এ স্থানে কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণ হলে উপজেলার সব অঞ্চল থেকে শিক্ষার্থীরা যাতায়াত সুবিদাসহ মনোরম পরিবেশে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক হাজী কামরুল হাসান সাউদ, প্রস্তাবিত জমির মালিক পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ সাউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মহিদ্দিনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।