• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

হাজীগঞ্জে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে হোটেল মালিক, সুশীল সমাজ ও সাংবাদদিকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার প্রশিক্ষনের সমাপনী দিনে ও এর আগের দিন রোববার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষনের ৫টি ব্যাচে মোট ১২৫ জন অংশ নেয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং উপজেলা পরিষদের আয়োজনে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন বাজার দর পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটি। প্রশিক্ষনে জনসচেতনতার লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা পরিষদ মিলনায়তন ও অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, চাঁদপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মামুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জেলা উপ-পরিচালক নূর হোসেন রুবেল, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও মেডিকলে অফিসার ডা. ইফফাত রুবাইয়া নাসির। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন বলেন, আইন প্রয়োগ করে নয়, জনসচেতনতায় নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করা সম্ভব। তাই, আগামি প্রজন্মের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হই এবং নিরপাদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলি। এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা ডেপেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) মোহাম্মদ সফি উল্যাহ প্রমুখ। এ সময় প্রশিক্ষনের অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকগণ এবং নিরপাদ খাদ্য আইন- ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…