• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৬০০ টাকা জরিমানা

আপডেটঃ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনে ৭ মামলায় পৃথক পৃথকভাবে নগদ মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বুধবার সকালে তিনি উপজেলা পরিষদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর অভিযানে গণ-পরিবহনসহ বিভিন্ন পরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি সড়ক পরিবহন আইনে ৭ মামলায় পৃথক পরিবহন মালিক ও চালকের নগদ মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

এ সময় বিভিন্ন পরিবহনের মালিক ও চালককে সড়ক পরিবহন আইন মেনে চলার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিআরটিএ’র পরিদর্শক আব্দুল্লাহ মামুন ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুস মিয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…