• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জে হাত-পা বাধা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন কচুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হাজীগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত মতলব উত্তরে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত মতলব ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের প্রত্যাশা পুরণ করেছে : নুরুল আমিন রুহুল এমপি চাঁদপুরে মুজিবনগর দিবসে ৫ শতাধিক অসহায় পেল আ.লীগের ঈদ সামগ্রী কচুয়ায় কেন্দ্রীয় আ‘লীগ নেতার বিলবোর্ড ফেস্টুন ছিড়েছে দুর্বৃত্তরা

বিশ্বকাপে ডাক পেয়েছে দুরন্ত শামীম ॥ আনন্দিত ফরিদগঞ্জবাসী

মুনছুর আহমেদ বিপ্লব
মুনছুর আহমেদ বিপ্লব
আপডেটঃ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের শামীম বিশ্বকাপ ক্রিকেটে! শামীম ডানপীঠে এবং দুরন্ত বটে। পড়াশোনার চেয়ে ক্রিকেট খেলার প্রতি আগ্রহের কমতি ছিল না তার। শেষ পর্যন্তবিশ্বজয়ের মিশনে যাচ্ছে চাঁদপুরের শামীম হোসেন পাটোয়ারী। গ্রামের পুকুরে কিংবা পাশের ডাকাতিয়া নদীতে সাঁতার কাটা দুরন্তপতায় মেটে উঠা সেই ছেলেটি এখন টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে। এমন আনন্দের সংবাদে খুশিতে আত্মহারা শামীম হোসেন পাটোয়ারীর পরিবারের সদস্যসহ গ্রামের ছোটবড় সবাই। চাঁদপুরের শামীম হোসেন পাটোয়ারীর বাড়িতে এখন আনন্দের বন্যা বইছে। বৃহস্পতিবার দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয়, ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সঙ্গে। ছেলের এমন অর্জনে বাবা আব্দুল হামিদ পাটোয়ারী, মা রিনা বেগম, এলাকাবাসী এবং তার প্রথম কোচ, বিসিবির জেলা কোঅর্ডিনেটর শামীম ফারুকীও বেশ খুশি।
শামীম হোসেন পাটোয়ারীর বড়ভাই মনির হোসেন পাটোয়ারী জানান, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি খুব দুর্বল ছিল শামীম। বাড়ির উঠোনে কিংবা পতিত জমিতে সঙ্গীদের নিয়ে ক্রিকেট খেলতো সে। তবে পড়াশোনার দিকেও তার ঝোঁক ছিল। গ্রামের সবুজ নামে আরেক যুবক বলেন, বেশ ডানপীঠে শামীম বর্ষা এলেই পুকুরে কিংবা পাশের ডাকাতিয়া নদীতে দলবেঁধে সাঁতরে বেড়াতো। যার হাতে প্রতিষ্ঠিত হয়ে শামীম হোসেন পাটোয়ারী আজ দেশ বিদেশে পরিচিতি পাচ্ছে। সেই কোচ শামীম ফারুকী জানান, ২০১১-১২ সালে যখন আমার কাছে ছিল তখন খুব দুষ্ট ছিল শামীম। তবে প্রশিক্ষণের কখনো ফাঁকি দেয়নি। তাতে নিয়ে যেখানেই যেতাম। সবার নজর কাড়তো শামীম। আর সেই সময় থেকেই আমার ভাবনা ছিল শামীম একদিন বড় মাপের ক্রিকেটার হবে। তার প্রত্যাশা টি টুয়েন্টি বিশ্বকাপে ও বেশ ভালো করবে এবং দেশের সুনাম কুড়িয়ে আনতে সক্ষম হবে।
এদিকে, এলাকাবাসীর সঙ্গে ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শামীম পাটোয়ারীর বাবা কৃষক আব্দুল হামিদ পাটোয়ারী ও মা রিনা বেগম। তবে তাদের একটু আকুতিও আছে। চাঁদপুর-ফরিদগঞ্জ মূল সড়ক থেকে তাদের গ্রামের বড়ির যে সড়ক। তার বড়ই বেহালদশা। ভাঙাচুরা আর কাদামাখা সড়কটির প্রতি একটু নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
জানাগেছে, আব্দুল হামিদ-রিনা বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে শামীম হোসেন পাটোয়ারী সবার ছোট। সবশেষ গত গত মাসের ১৪ তারিখে বাবা মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে আসে শামীম হোসেন পাটোয়ারী। অনুর্ধ ১৯সহ আরো অসংখ্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে সে। তবে এবারই প্রথম টি টুয়েন্টি বিশ্বকাপে ডাক পড়েছে।
এদিকে ফরিদগঞ্জ উপজেলার কৃতি ক্রিকেটা শামীম হোসেন, জাতীয় দলের হয়ে টি টুয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটে খেলার সুযোগ পাওয়ায়, স্থানীয় সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান, ফদিরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, শিউলী হরি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Share This post


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…