• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
বেশী বেশী মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে শনিবার (২৮আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
এসময় অনুষ্ঠানের সভাপতি ফারহানা আকতার রুমা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পোনা অবমুক্তকরণ, সফল চাষিদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হবে। মৎস্য উৎপাদনে সারা দেশে চতুর্থ। তাই এই উপজেলা আরো বেশি মাছের চাষ বৃদ্ধি করতে সমন্বিত প্রকল্প নেয়া হয়েছে। আশা করছি এর মাধ্যমে মৎস্যজীবিরা আরো বেশি উদ্ধুব্ধু হবে মাছে চাষে।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, আবু হেনা মোস্তফা কামাল,নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, মো: মহিউদ্দিন,দেলোয়ার হোসেন বেলাল, নারায়ন রবিদাস প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…