• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

কচুয়ায় ড্রেজার মেশিন উচ্ছেদ অভিযান

আপডেটঃ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিনিধি॥

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র নির্দেশে উপজেলার ১২টি ইউনিয়নে ১টি পৌরসভায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন বিনষ্ট ও উচ্ছেদের অভিযান করেছেন,ইউনিয়ন ভূমি অফিসার’রা।

মঙ্গলবার কচুয়া পৌরসভা, উপজেলা কাদলা ইউনিয়ন,কড়ইয়া ইউনিয়ন,গোহট ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিনষ্ট ও উচ্ছেদের অভিযান পরিচানলা করা হয়।

জানা যায়, উপজেলা কাদলা ইউনিয়নে একটি প্রভাবশালী কয়েক বছর যাবৎ ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে খাল, বিল ও কৃষিজমি থেকে বালু উত্তোলন করে আসছিল।

মঙ্গলবার সকালে কাদলা ইউনিয়নের ভূমি অফিসার মো.আলমগীর হোসেন অভিযান চালিয়ে কাঁপিলাবাড়ী,মনপুরা,গুলবাহার গ্রামে অবৈধ ভাবে বালু করায় ৩টি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে দেন।

এ ব্যাপারে নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র জানান,কৃষি জমি নষ্ট করে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন বিনষ্ট ও উচ্ছেদ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…