এক্সক্লুসিভ, কচুয়া | তারিখঃ আগস্ট ২৫, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 11869 বার

নিজস্ব প্রতিনিধি॥
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র নির্দেশে উপজেলার ১২টি ইউনিয়নে ১টি পৌরসভায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন বিনষ্ট ও উচ্ছেদের অভিযান করেছেন,ইউনিয়ন ভূমি অফিসার’রা।
মঙ্গলবার কচুয়া পৌরসভা, উপজেলা কাদলা ইউনিয়ন,কড়ইয়া ইউনিয়ন,গোহট ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিনষ্ট ও উচ্ছেদের অভিযান পরিচানলা করা হয়।
জানা যায়, উপজেলা কাদলা ইউনিয়নে একটি প্রভাবশালী কয়েক বছর যাবৎ ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে খাল, বিল ও কৃষিজমি থেকে বালু উত্তোলন করে আসছিল।
মঙ্গলবার সকালে কাদলা ইউনিয়নের ভূমি অফিসার মো.আলমগীর হোসেন অভিযান চালিয়ে কাঁপিলাবাড়ী,মনপুরা,গুলবাহার গ্রামে অবৈধ ভাবে বালু করায় ৩টি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে দেন।
এ ব্যাপারে নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র জানান,কৃষি জমি নষ্ট করে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন বিনষ্ট ও উচ্ছেদ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply