• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ড্রেজার পুড়িয়ে ধ্বংস

আপডেটঃ : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে এবার দুইটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস এবং জমির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে দুইটি ড্রেজার পুড়িয়ে ধ্বংস ও জমির মালিককে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
জরিমানাপ্রাপ্ত জমির মালিক হলেন, দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মৃত আবুল বাসারের ছেলে বোরহান উদ্দিন খাঁন। কৃষি জমি ধ্বংস করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এই অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ব্যবসায়ী পালিয়ে যান। তাই তার অনুপস্থিতিতে অবৈধ ড্রেজার মেশিনটি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অপর ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিক পালিয়ে যান। এ সময় তাদের অনুপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনটি পুড়িয়ে ধ্বংস করার নির্দেশনা দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, এখন থেকে অবৈধ সকল ড্রেজারে ধ্বংসসহ ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিককে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি বলেন, জনস্বার্থে এবং কৃষি জমায় রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহৃত ধাকবে।

এ নিয়ে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং পৃথক পৃথকভাবে ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিকে নগদ মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩টি ড্রেজার ধ্বংস করা হয়। এর আগে গত মাসে (জুলাই) উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ ও পৃথক পৃথকভাবে নগদ মোট সাড়ে ৬ লাখ জরিমানা করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…