• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে কাউন্সিলর আমিন মিজির বাবার দাফন সম্পন্ন ॥ পৌর পরিষদের শোক

আপডেটঃ : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর কেরোয়া মিজি বাড়ির প্রবীণ সমাজ সেবক ও জাতীয় পার্টির নেতা ফজলুল হক কেরাণী (৮২) ষ্টোমাক ক্যানসার জনিত কারণে রোববার সন্ধ্যায় মৃত্যু বরণ করে। (ইন্নালিল্লাহী–রাজিউন)। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীন এ রাজনৈতিক নেতা ও সমাজ সেবকের মৃত্যুতে ফরিদগঞ্জ পৌর পরিষদ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।
সোমবার সকাল ১০ টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন, ফরিদগঞ্জ মজিদিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি এইচ.এম আনোয়ার মোল্লা।
মরহুমের জানাজা নামাজের পূর্ব মুহুর্তে আলোচনায় অংশ ও গভীর শোক প্রকাশ করেন, সাবেক ১৩ নং ফরিদগঞ্জ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মজিদিয়া ট্রাষ্ট আইডিয়াল ক্লিনিকের সাধারণ মাও. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনূস , বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি মো. মকবুল হোসেন মিজি, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান দুলাল, সাংবাদিক মো. মহিউদ্দিন, জাতীয় পার্টির ফরিদগঞ্জ উপজেলার সভাপতি আ. আউয়াল মিয়াজি,ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী নেতা মো. মুখলেছুর রহমান সর্দার,পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল মিজি, সাবেক পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুলসহ রাজনৈতিক,সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার প্রবীণ ও নবীণরা গভীর শোক প্রকাশ করেছে।
উল্লেখ.ফরিদগঞ্জ পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবদলের সদস্য সচিব মো. আমিন মিজির পিতা ফজলুল হক কেরাণী।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…