মোহাম্মদ হাবীব উল্যাহ্
২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরনে হাজীগঞ্জে শোকসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ দলীয় অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়ার সভাপতিত্বে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নিহত বেগম আইভি রহমানসহ ২৪ জন শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম মুফতি মো. এনামুল হক নাসিরাবাদী। এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্র্দেশনামূলক বক্তব্য রাখেন, দ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় শোকসভায় আরো বক্তব্য রাখেন, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক রোটা. এস.এম মানিক।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ সদর ইউনিয়ন (পূর্ব) যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটা. আবু জাফর মুন্সী।
এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসিসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।