• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে ধানুয়া-গাজীপুর সেতুর এপ্রোচ সড়কে ধ্বস ॥ দুর্ঘটনার আশঙ্কা

আপডেটঃ : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের আলোচিত নিকলি হাওর বা ধানুয়া মিনি হাওর হিসেবে পরিচিতি পাওয়া ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর উপর নির্মিত ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া সেতু তথা গাজীপুর-ধানুয়া সেতুর এপ্রোচ সড়কের নিচের বালি সরে গিয়ে ধ্বসের সৃষ্টি হয়েছে। মূল সেতুর সামনেই এই ধ্বস হওয়ায় সড়কটি আতংক দেখা দিয়েছে। ভাঙ্গনের হুমকির মুখে থাকার সাথে সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভবনা রয়েছে।
জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মধ্য দিয়ে ডাকাতিয়া নদীর উপর ৬ কোটি ২২ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে ৯৯ মিটার লম্বা ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া সেতুটি নির্মাণ শুরু করে। যা ২০১৯ সালের শেষের দিকে এসে শেষ হয়।
এদিকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর থেকে নিকলি হাওরের ন্যায় এখন ধানুয়া মিনি হাওরের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই সৌন্দর্য দেখার জন্য শত শত মানুষ বিকেল বেলা আড্ডা জমতে শুরু হয়। দুরদুরান্ত থেকে আসে ভ্রমণ পিপাসু লোকজন।
স্থানীয় লোকজন জানায়, চলতি বর্ষায় টানা বৃষ্টির কারণে সেতুর পশ্চিম পাড়ের এপ্রোচ সড়কের শুরুতেই ইটের সলিং এর নিচের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। মাটি সরতে সরতে এক পর্যায়ে সেতুর পাশের এপ্রোচ সড়কের পাশের ব্লক ধসে পড়েছে। এছাড়া সেতুটির দুই পাড়ের ইটের সলিংয়ের রাস্তায় ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। রাত্রি কালিন সময়ে সেতুটির দুই পাশে আলোর ব্যবস্থা না থাকায় এই সেতু এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এলজিইডির সিনিয়র প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান সাংবাদিকদের জানান, সেতুর পশ্চিম পাশে গর্ত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…