• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

শাহরাস্তিতে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেটঃ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে সরকারি পরিচালনাখাস জমিতে অবৈধভাবে তৈরীকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। গতকাল ১৮ আগস্ট বুধবার সাড়ে ১১ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর নির্দেশনায় এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলাধীন সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর পশ্চিম পাড়া রোশার মার্কেট ও টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও বাজারে  সরকারি পরিচালনাখাস জমিতে অবৈধভাবে তৈরীকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি), শাহরাস্তি আমজাদ হোসেন, আজিজুন্নাহার এবং কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
উক্ত উচ্ছেদ অভিযানে সহায়তা করেন শাহরাস্তি থানার পুলিশ সদস্যবৃন্দ, চি‌তোষী পু‌লিশ ফাঁড়ির সদস‌্যবৃন্দ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।
শাহরাস্তি উপজেলায় যারা সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আছেন, তাঁরা সরকারি খাস জমি থেকে আপনাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন।
অন্যথায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…