• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

আবারো খুঁজে পাওয়া যাচ্ছেনা শিভলীকে

আপডেটঃ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

শাহরাস্তি প্রতিনিধি
দীর্ঘ ১৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা মানসিক ভারসাম্যহীন যুবক মোঃইয়াছির আরাফাত শিভলীকে(২৬)।

সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মধ্য পাড়া বড় মিয়াজী বাড়ীর মোঃ শফিকুল ইসলাম কবির মিয়াজীর বড় ছেলে।

জনাযায়,এইচএসসি পাশ করা শিভলী হটাৎ করেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।এর ফলে গেল ৩ বছর যাবত সে বিভিন্ন সময় হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে যেত।চিকিৎসার জন্য তাকে পাবনা নেয়া হলে ও সে আর সুস্থ হয়ে উঠেনি।

গেল ১৫ দিন ধরে তাকে খুঁজে পাচ্ছেনা পরিবারের লোকজন।তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে লিফলেট,মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে 01745004767,01611200889,01857513046,01829536637 মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গেল মাস ৪/৫  আগে ও শিভলী নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে। যার নং ১২৮১/২১,তারিখ: ২৯ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ।পরে অবশ্য স্হানীয়দের সহযোগীতায় গৌরিপুর  থেকে পাওয়া যায় তাকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…