• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে অক্সিজেন সিলিন্ডার দিলেন রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

আপডেটঃ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি-হাজীগঞ্জের সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপজেলা পরিষদ মিলনায়তনে টেলিকনফারেন্সে এ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন।

জানা যায়, মরনঘাতি করোনার ঊর্ধ্ব সংক্রমণের ফলে শাহরাস্তি উপজেলায় আক্রান্তের হার বৃদ্ধির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ হতে রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে ২৫ টি  অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির ভুঁইয়া, উপজেলা আওয়ামী সদস্য নাসরিন জাহান চৌধুরী সেফালী,
পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, চিতোষী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম মজুমদার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উদ্বোধন শেষে পৌর ও বিভিন্ন ইউনিয়নে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন অতিথি বৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…