• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে মুজিব বর্ষ উপলক্ষে জমিসহ ঘরপ্রাপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আপডেটঃ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ

শাহরাস্তিতে মুজিব বর্ষ উপলক্ষে জমিসহ ঘরপ্রাপ্ত পরিবারদেরকে আর্থিক সহায়তা প্রদান হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১২ আগস্ট বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলায় জমিসহ ঘরপ্রাপ্ত ৩৯টি পরিবার এবং মাননীয় সংসদ সদস‌্য মেজর (অবঃ) র‌ফিকুল ইসলাম, বীর উত্তম এর ব‌্যক্তিগত অর্থায়‌নে নি‌র্মিত ১ টি ঘরসহ সর্বমোট ৪০ টি প‌রিবা‌রের  মাঝে উপজেলা পরিষদের এডিপি বরাদ্দ থেকে পরিবেশ বান্ধব বন্ধু চুলা ও প্রতি পরিবারকে নগদ (৩ হাজার) টাকা করে সর্বমোট ১,২০,০০০/- (একলক্ষ বিশ হাজার) টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি জনাব শিরীন  আক্তার।
এসময় সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আমজাদ হোসেন, শাহরাস্তি, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী পরিবারে অন্যান্য সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…