• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে লকডাউন কার্যকরে ১৫ মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

আপডেটঃ : রবিবার, ১ আগস্ট, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
চলমান লকডাউনের স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দোকান খোলার রাখার অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলায় ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করে।
জানা গেছে, লকডাউনের ৯ম দিন শনিবার (৩১ জুলাই) ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি উপজেলা সদর, গাজীপুর ও চান্দ্রা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮টি মামলা দায়ের করে ৫ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, ভান্ডারী মহাল, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, ওনুআ স্মৃতি সংসদ সংলগ্ন, নয়াহাট বাজার , সৌদিয়া মার্কেট এলাকায় ৭টি মামলায় ৭ হাজার ৫শত জরিমানা আদায় করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…