• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

শাহরাস্তিতে গঙ্গারামপুর মাঠ থেকে ৩ সন্তানের জনকের  লাশ উদ্ধার

আপডেটঃ : শনিবার, ২৪ জুলাই, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামের ৩ সন্তানের জনকের  লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৩ জুলাই উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর মাঠ হতে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল সাড়ে ১০টায় গঙ্গারামপুর গ্রামের খোকনের স্ত্রী কানন বেগম (৪০) মাঠে ছাগল চরাতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে এটি ওই গ্রামের মৃতঃ মৌলভী মকছুদ আলীর পুত্র রিপনের লাশ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
নিহতের ফুফাতো ভাই মোঃ আবুল কালাম জানান, রিপন একজন কৃষক। সে মৌসুমে মাটি ও চামড়ার ব্যবসা করে। ঘটনার আগের রাতে সে বাড়ি ফিরেনি। এর আগে রাত ৮টায় স্থানীয় লোকজন তাকে পাড়ার চায়ের দোকানে দেখেছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের গলায় রশি বা কাপড় দিয়ে শ্বাস রোধ করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পাশে কোথাও হতে লাশটি টেনে হিঁচড়ে ঘটনাস্থলে এনে ফেলা হয়েছে।
পারিবারিক ভাবে জানা যায়, নিহত রিপন বিবাহিত ছিল। তার ২কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…