কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই বাজার-পাটোয়ারী বাড়ি সড়কটি পাকাকরণের কাজ শেষ হওয়ার এক মাস আগেই বিভিন্ন অংশে ধসে পড়ছে। এতে যান চলাচলে ভোগান্তির স্বীকার হচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী মাও. দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তাটি যা-ই পাকাকরণ করা হয় এক মাস অতিবাহিত হওয়ার আগেই রাস্তা ধসে পড়ে যায়। এতে গাড়ী চলাচল ব্যাহত হচ্ছে।
রিক্সা চালক মিজানুর রহমান বলেন, এই রাস্তা কবে পাকা হবে সে অপেক্ষা অনেকদিন করেছি। কিন্তু যা-ই পাকা করলো আবার ভেঙ্গে পড়ে গেল। গাড়ী চলাচল করতে আগের মত কষ্টকর হচ্ছে আমাদের।
শিক্ষার্থী রায়হান আহমেদ জানান, দারাশাহী তুলপাই বাজার-পাটোয়ারী বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি এক মাস পূবেই পাকাকরণ করা হয়। সড়কের পাশ থেকেই গর্ত করে সড়কে মাটি ফেলা হয়েছে। ওই মাটি আবার ভারীবর্ষনে ধসে গর্তে গিয়ে পড়ছে। অচিরেই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান এলাকাবাসী।