• শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা ও দু’টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট

আপডেটঃ : বুধবার, ৭ জুলাই, ২০২১

বিশেষ প্রতিনিধি:
ফরিদগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনেও স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় এবং অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুইটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
৬জুলাই মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ফরিদগঞ্জ বাজার,বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা, ধানুয়া বাজার, শোভান চৌরাস্তায় স্বাস্থ্য বিধি না মানায় ও নিষেধাজ্ঞা অমান্যকারী দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিনা এলাকায় ফসলি ভূমি নষ্ট ও সরকারের আইনকে অবমাননা করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দু’টি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন বাজার গুলোতে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা করলেও, জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে খুব একটা দেখা মিলে না।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…