• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দিয়েছে প্রশাসন

আপডেটঃ : সোমবার, ৫ জুলাই, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

৫ জুলাই সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এসময় অবৈধ ভাবে ড্রেজার মেশিন পরিচালনা করে ফসলি ভূমি নষ্ট ও সরকারের আইনকে অবমাননা করার অপরাধে দু’টি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, সরকারে নির্দেশনা অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অপরাধ। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে কাউকে না পেয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…