• সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

শাহরাস্তি খুন হওয়া স্বামীর পাশেই দাপন করা হলো স্ত্রী কামরুন নাহারকে

আপডেটঃ : রবিবার, ৪ জুলাই, ২০২১

মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির নাওড়ায় খুন হওয়া স্বামীর কবরের পাশেই সমাহিত করা হলো স্ত্রী কামরুন নাহারকে। ৪ জুলাই রোববার সন্ধ্যায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। গত শনিবার ৩ জুলাই বিকেল অনুমান সাড়ে ৫ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিবিড় পর্যবেক্ষনে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে তাঁকে গ্রামের বাড়িতে আনা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশ নিজ বাসভবন হতে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে। ওই সময় বাসার ছাদ হতে উদ্ধার করা হয় স্বামী মোঃ নুরুল আমিনকে (৭০)। তাঁরা উভয়েই সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত দম্পতির পুত্র মোঃ জাকারিয়া বাবু বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এই মুহুর্তে মামলার তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ করা যাচ্ছে না।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…