• রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

আপডেটঃ : শনিবার, ২৬ জুন, ২০২১

গাজী মমিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এজেন্ট ব্যাংকিং পরিচালকদের সাথে বিশেষ বৈঠক করেছেন থানা পুলিশ। এসময় উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত ডাচ্ বাংলা,ব্যাংক এশিয়া, ব্র্যাক সহ ৪০ টি এজেন্ট ব্যাংকের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
২৫ জুন শুক্রবার ফরিদগঞ্জ থানার গোলঘরে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ও উপস্থিতিদের কাছথেকে তাদের সমস্যা ও সমাধানের বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন,আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে, প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। ব্যাংকিং এর ব্যবসা পরিচালনা করার পূর্বে নিরাপদ স্থান অর্থাৎ যে ভবনে ব্যবসা পরিচালনা করবেন, সেই ভবনের চুরি ছিনতায়ের ঝুকির বিষয়টি ভাবতে হবে। চুরি,ছিনতাই সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে পুলিশকে বিষয়টি অবগত করতে হবে। কেউ বড় অংকের টাকা বহন করার ক্ষেত্রে পুলিশকে অবগত করলে তাদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সহযোগিতা করবে।
এছাড়াও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ ইভটিজিংকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুন,অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষ বিপদে পড়ে থানায় আসলে বিপদগ্রস্থ মানুষকে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে থানা পুলিশ অধিক দায়িত্বশীল হয়ে কাজ করে। সর্বপরি নিরাপদে ব্যবসা ও বাসযোগ্য ফরিদগঞ্জ গড়ার লক্ষে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
উল্লেখ. ১০ জুন উপজেলার ফকিরবাজার এলাকায় ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি সংগঠিত হয়, এঘটনায় ৬লক্ষ টাকা লুট হয়। অভিযোগ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরিকৃত টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের কাজে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…