• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

কচুয়ায় সাংবাদিকদের সাথে নির্বাচন কর্মকর্তার মতবিনিময়

আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বিশেষ প্রতিনিধি ॥
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. আবু বকর সিদ্দিক কচুয়া প্রেসক্লাবে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে তার নিজ কার্যালয়ে বিগত পৌর নির্বাচন ও আসন্ন ইউপি নির্বাচন এবং অন্যান্য বিষয়াদি নিয়ে তিনি আলোচনা করেন। এসময় নির্বাচন কর্মকর্তা কাজী মো. আবু বকর সিদ্দিক বলেন, আমি বিগত প্রায় ত্রিশ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করে আসছি। কোথাও কোনো ধরনের অনিয়ম কিংবা আর্থিক লেনদেনের সাথে স্পর্শ হয়নি। আমি শতভাগ চেষ্টা করি সাধারন মানুষকে সেবা দিতে। আমার অফিসের কোনো কর্মকর্তা ও কর্মচারী কারো সাথে কোনো ধরনের অসদাচারণ করতে চাইলে আমাকে জানাবেন। এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সহ-সভাপতি ইউনুছ মিয়া,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,সহ-সাংগঠনিক মো. মাসুদ রানা,ইউপি সদস্য জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…