• মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে মাদকসহ দুই যুবক আটক

আপডেটঃ : সোমবার, ২১ জুন, ২০২১

গাজী মমিন,ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এতে মাদক আইনে বিচারের জন্য ওই যুবকদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
২০ জুন রোববার দিবাগত রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে, থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) মহসিন কবিরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন কালির বাজার চৌরাস্তা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো.ইব্রাহিম খলিল প্রকাশে জীবন (৩৬) ও মো.ফরহাদ কাজী (৩৫)কে আটক করে, আটকৃতদের কাছ থেকে ২০ টি ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। একই সময় তাদের সাথে থাকা একটি মোটর সাইকেল টিও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে বিশ পিচ ইয়াবা উদ্ধার ও তাদের ব্যবহারিত মোটর সাইকেল জব্দ করে মাদক আইনে মামলা দায়ের করে আদলতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…