রেশমা আকতার :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক থেকে নগদ ১৬ লাখ টাকা ডাকাতির খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে ব্যাংক খোলার পর দেখতে পায় অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা কর্মরতরা। এ সময় উপরে দেখা যায় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভাঙা। প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকলেও ক্যাশের ভিতরে থাকা ১৬ লক্ষ টাকা নেই।
বিষয়টি দেখে ব্যাংকের পরিবেশক জাহিদ আনোয়ার তাৎক্ষনিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসোন ও ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গণি পাটোওয়ারী বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংক এশিয়ার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহমান বলেন, বুধবার (৯ জুন) রাতে যে কোন সময় ব্যাংকের চাদের ভ্যান্টিলেয়াটর ভেঙে এক দল ডাকাত ভিতরে ডুকে ১৬ লক্ষ টাকা নিয়ে যায়। এ সময় সিসি ক্যামরা ডাকাতদল খুলে রেখে যায়। যে কারনে তাদের সংখ্যা ও চেহারা চিনা সম্ভব হয়নি। ডাকাতির ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।