• সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

কচুয়ায় উদ্ধার হওয়া সেই অজগর সাপটি বিভাগীয় বন কার্যালয়ে হস্তান্তর

আপডেটঃ : শুক্রবার, ৪ জুন, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের উত্তর অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পাশে পুকুরে স্থানীয়দের জালে উদ্ধার হওয়ায় সেই অজগর সাপটি কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

কচুয়া বন বিভাগের মাধ্যমে গতকাল হাজীগঞ্জ বন বিভাগ অফিসে কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা মো. মাহবুব উল আলমের কাছে এ অজগর সাপটি হস্তান্তর করা হয়। কচুয়া বন বিভাগের অফিসে কর্মরত মো. মোস্তফা মিয়া বলেন, সাপটি রাজেশপুর ইকো পার্কে ছেড়ে দেয়া হবে।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার অজোপাড়া গ্রাম অভয়পাড়া গ্রামে পুকুরের পাড়ে একটি ঢালে মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পাশ^বর্তী পুকুরে নেমে যায়।

 

পরে আশে পাশের লোকজন ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অবশেষে প্রায় ৮ কেজি ওজনের অনুমান ৭ফুট লম্বা অজগর সাপটিকে জীবিত উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…