রেশমা আকতার :
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদক বিরোধী নিয়মিত অভিযানে মতলব দক্ষিণ থেকে দুই কেজি গাঁজাসহ রনি গাজী (১৯) নামে মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যায় শহরের মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজার পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, ডিবির উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তার, এএসআইএনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮.০৫ ঘটিকার সময় মতলব দক্ষিন থানাধীন ঘোড়াধারী সাকিনের জনৈক নুরুল ইসলাম পাটোয়ারীর টং দোকানের সামনে মতলব টু পিংরা বাজার পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী রনি গাজী, পিতা-ছোবাহান গাজী, সাং-উপাদী, ওয়ার্ড নং-৮, ৬নং দক্ষিন উপাদী ইউপি, থানা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুরকে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব দক্ষিন থানায় এজাহার দায়ের করা হয়েছে।