• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ কৃষি অফিসের আয়োজনে ভার্মি কম্পোষ্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেটঃ : রবিবার, ৩০ মে, ২০২১

গাজী মমিন ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী,ফেনী,লক্ষ্মীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের ভার্মি কম্পোষ্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী ও চর হোগলা মিজি বাড়ি সংলগ্ন মাঠে ২৯ মে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক সরেজমিন উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা’র পরিচালক এ.কে.এম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মো.লুৎফর রহমান, মনিটরিং অফিসার মো. জুলফিকার আলী, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেব্ররত সরকার।
ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ’র সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ওই ওয়ার্ডের বিভিন্ন কৃষক-কৃষাণী সহ বিভিন্ন কৃষি বান্ধব এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা কৃষি বিষয়ে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য শোনারপর কৃষি উন্নয়নে আরো গতিশীলতা আনয়নের লক্ষে ভার্মি কম্পোষ্ট প্রদর্শনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…