• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

মতলব উত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর (চাঁদপুর) :
চাঁদপুুরের মতলব উত্তর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যৌথসভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ
মতলব উত্তর উপজেলার ছেংগারচরস্থ অফিসে এ যৌথ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মুফতি মুখতার হোসাইন বলেন, আর্ত-
মানবতার সেবা করা ইসলামের অন্যতম নির্দেশ। দুস্থ ও নিপীড়িত মানুষের
পাশে থেকে তাদের সেবা ও কল্যাণ করা ইসলামের কাজ।
তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই
ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। যুগে যুগে নবী-রসূল (সা.)গণ মানুষের কল্যাণে
আত্মনিয়োগ করেছিলেন। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
অনাহারে, অর্ধাহারে চিকিৎসা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
অপরদিকে একশ্রেণির মানুষ সীমাহীন আরাম আয়েশে জীবন কাটাচ্ছে।
গরিব-অসহায় মানুষের প্রতি তাদের কোন দরদ নেই। এই অসহায় মানুষের
সেবার মানসিকতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ
করে যাচ্ছে।
মতলব উত্তর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মো. হাবিবুর
রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন খানের সঞ্চালনায়
যৌথ সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি ইঞ্জি. সফিকুল ইসলাম, হুমায়ুন কবীর
মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. ডালিম সরকার’সহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…