• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

হাইমচর প্রেসক্লাবের উদ্যোগে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেটঃ : শুক্রবার, ২১ মে, ২০২১

হাইমচর প্রতিনিধি :
প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের উপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমলাদের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্তে মুক্তির দাবীতে হাইমচর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় হাইমচর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম।

যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইসমাইল এর পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (শফিক), আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ-সভাপতি জিএম ফজলুল রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, সদস্য মোঃ মুনছুর পাটওয়ারী, সাংবাদিক আবু তাহের সরদার প্রমূখ।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা,নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মধ্য দিয়ে সাংবাদিকদের কলমের লেখনি বন্ধ করতে চাইছে এক শ্রেনীর দুর্নীতিগ্রস্থ্য সরকারি আমলা। সাংবাদিক রোজিনা ইসলাম দেশের স্বার্থে স্বাস্থ্য বিভাগের অনিয়ম, দূর্নীতি গুলো তুলে ধরেছেন। যা দেশ ও জাতির কল্যানে করেছেন। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন করেছে তা সত্যিই দুঃখজনক। সরকারি আমলারা নিজেদের দুর্নীতিকে ডেকে রাখতে রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির অপবাদ দিয়ে মামলা করেছেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করে তা জাতির কাছে তুলে ধরা। সরকারি আমলারা তথ্য গোপন রাখার মানেই হচ্ছে তাদের বিতরে অনিয়ম থাকা। তাদের অনিয়ম দুর্নীতিগুলো ডেকে রাখতেই তারা তথ্য লুকিয়ে রাখে। সেই তথ্য যদি সাংবাদিক রোজিনা ইসলাম চুরি করে থাকে, তাহলে আমরা সকল সাংবাদিকই তথ্য চুরি করি। আমাদের কাজই হচ্ছে তথ্য নিয়ে তা প্রকাশ করা। সরকারি কর্মকর্তারা যদি তথ্য লুকিয়ে রাখে তাহলে দেশের স্বার্থে আমরা তথ্য চুরি করবোই। তথ্য তুলে ধরাই সাংবাদিকদের কাজ। তাই আমরা চাই সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তে মুক্তি দিয়ে আসল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুক। যাতে করে কোন সরকারি আমলারা সাংবাদিকদের সাথে এমন আচারন করতে না পারে।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ শরীফ, সদস্য জিয়াউর রহমান,মোঃ মহসিন মিয়া, মোঃ জাহাঙ্গীর শিকদার, মোঃ শাহআলম, মোঃ রুবেল, সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন রনি, মোঃ কবির, মোঃ জাহিদ, সবুজ হোসাইন সহ বিভিন্ন পেশা শ্রেণীর বক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…